ইবি শাপলা ফোরামের নতুন কমিটি গঠিত

ড. মাহবুব (বায়ে) ও ড. মামুন (ডানে)।

ইবি শাপলা ফোরামের নতুন কমিটি গঠিত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন 'শাপলা ফোরাম' এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচিত সদস্যদের আলোচনার ভিত্তিতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানকে সভাপতি ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) নির্বাচিত সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আহবায়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি অধ্যাপক ড শেলীনা নাসরীন, যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ইব্রাহিম আব্দুল্লাহ সিজার। এছাড়া সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মাহবুবুল আরফীন, অধ্যাপক ড. তপন কুমার জোর্দ্দার, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান, অধ্যাপক ড. রবিউল হোসেন, সহযোগী অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী, সহযোগী অধ্যাপক ড. সাদেক আলী, সহযোগী অধ্যাপক সাহেদ আহমেদ, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন।

এর আগে গত রোববার (৪ ডিসেম্বর) সকাল পৌনে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ফোরামের ২৫২ জন ভোটারের মধ্যে ২২৫ জন তাদের ভোটাধিকার প্র‍য়োগ করে।

এর মধ্যে ৭টি ব্যালট বাতিল হয়। এতে ৩০ জন প্রার্থীর মধ্যে ১৫ জন নির্বাচিত হয়। পরে সোমবার নির্বাচিত সদস্যদের নিয়ে সাধারণ সভায় ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড মামুনুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের সকল শিক্ষকদের সাথে নিয়ে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাবো। সকল কাজে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সাহায্য কামনা করছি।

সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠতাকে বিবেচনায় না নিয়ে নির্বাচিত ১৫ জনের মধ্যে পদবিন্যাস করা হয়েছে। সকলের সহযোগিতায় সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে আদর্শিক কর্মকাণ্ড এগিয়ে নেয়াই আমার মূল লক্ষ্য।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক