রোনালদোর নতুন ঠিকানা সৌদি আরব, লেনদেন ২১,৮১০,২৩৪,১৪০ টাকা

সংগৃহীত ছবি

রোনালদোর নতুন ঠিকানা সৌদি আরব, লেনদেন ২১,৮১০,২৩৪,১৪০ টাকা

অনলাইন ডেস্ক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো ভক্তরা এ খবরে অবাক হলেও জানা গেছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে সৌদির শীর্ষ জনপ্রিয় ফুটবল ক্লাব আল-নাসরের হয়ে খেলবেন তিনি। গত সপ্তাহে আড়াই বছর মেয়াদে সৌদি আরবের এই ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন সিআর সেভেন। বিশ্বের প্রভাবশালী ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কারের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করেন রোনালদো। পরে বিশ্বকাপ অভিযান শুরু করেন তিনি। ফলে মুক্ত হয়ে পড়েন ৩৭ বছর বয়সী উইঙ্গার।  এরই মধ্যে রোনালদোর প্রতি ব্যাপক আগ্রহ দেখায় আল-নাসর।

যদিও চ্যাম্পিয়নস্ লিগে খেলতে ইউরোপের কোনো ক্লাবে যোগদানে আগ্রহী তিনি বলে খবর বের হয়। শেষ পর্যন্ত সৌদি আরবই হলো রোনালদোর নতুন ঠিকানা। প্রতি মৌসুমে তাকে ২০০ মিলিয়ন ইউরো দেবে আল-নাসর। এতে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হবেন পর্তুগিজ সুপারস্টার।

বর্তমানে ফুটবল দুনিয়ার সবচেয়ে মূল্যবান খেলেয়াড় আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি। পিএসজিতে প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ইউরো পান তিনি। এরপরের অবস্থানে রয়েছেন নেইমার, যিনি প্রতি মৌসুমে পান ৭০ মিলিয়ন ইউরো।

news24bd.tv/আলী