দেখে নিন জাপান-ক্রোয়েশিয়া ম্যাচের একাদশ

দেখে নিন জাপান-ক্রোয়েশিয়া ম্যাচের একাদশ

অনলাইন ডেস্ক

গ্রুপ পর্বে জার্মানি-স্পেন বধের পর জাপানের সামনে এবার সুযোগ ক্রোয়েশিয়াকে নকআউট করে দেওয়ার। আজ সে লক্ষ্যেই আল জানুব স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামছে জাপান। ক্রোয়েশিয়া গেল বিশ্বকাপের রানার্স-আপ দল। তবে গ্রুপ পর্বে যে দারুণ ফুটবল উপহার দিয়েছে জাপান, তাতে এশিয়ার দেশটিকে সমীহ করেই মাঠে নামতে হচ্ছে ক্রোয়েশিয়াকে।

শেষ ষোলোর ম্যাচে দুই দলই একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। স্পেনকে হারানোর পরও একাদশে তিনটি পরিবর্তন এনেছে জাপান। দুটি পরিবর্তন এনেছে ক্রোয়েশিয়া।  কু ইতাকুরা, আও তানাকা এবং তাকেফুসা কুবোর বদলে একাদশে ঢুকেছেন তাকেহিরো টমিয়াসু, ওয়াতারু এন্ডো এবং রিতসু দোয়ান।

অন্যদিকে, বরনা সোসা এবং মার্কো লিভাজার পরিবর্তে ক্রোয়াটদের শুরুর একাদশে ঢুকেছেন বরনা বারিসিচ এবং ব্রুনো পেটকোভিচ।  

ক্রোয়েশিয়া (৪-৩-৩): ডমিনিক লিভাকোভিচ; বরনা বারিসিচ, ডেজান লভরেন, জোসকো গাভারদিয়োল, জসিপ জুরানকোভিচ; মাতেও কোভাসিচ, লুকা মদ্রিদ, মার্সেলো ব্রোজোভিচ; ইভান পেরিসিচ, আন্দ্রেজ কামারিচ, ব্রুনো পেটকোভিচ।

জাপান (৩-৪-৩): শুইচি গোন্ডা; সোগো তানিগুচি, তাকেহিরো টমিয়াসু, মায়া ইয়োশিদা; ইয়ুতো নাগাতোমো, ওয়াতারু এন্ডো, হিদেমাসা মোরিতা, জুনিয়া ইতো; রিতসু দোয়ান, দাইচি কামাদা, ডাইজেন মায়েদা।

news24bd.tv/সাব্বির