জাতীয় প্রেসক্লাবের সামনে খবর সংগ্রহের সময় দুই সাংবাদিককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।
রোববার দৈনিক মানবজমিন ডিজিটালের রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ ও দৈনিক ইত্তেফাকের রিপোর্টার হাসিব প্রান্তকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজে'র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক।
নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
news24bd.tv/FA