ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে জাপান

ফাইল ছবি

ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে জাপান

অনলাইন ডেস্ক

প্রথমার্ধে বল নিয়ন্ত্রণে রাখলো ক্রোয়েশিয়া, তবে গোল পেল জাপানই। পাল্টা আক্রমণে এশিয়ার দলটি বেশ কয়েকবার জাগিয়েছিল গোলের সুযোগ। তবে আসছিল না সাফল্য। কিন্তু বিরতিতে যাওয়ার আগে জাপানকে আনন্দে ভাসান ডাইজেন মাইদা।

ডি বক্সে বাঁ পায়ের শটে ক্রোয়েশিয়ার জালে বল পাঠান তিনি।

কাতারের আল জানুব স্টেডিয়ামে শেষ ষোলোর এই লড়াই শুরু থেকেই জমে ওঠে বেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সম্ভাবনা জাগায় জাপান। তবে সোগো তানিগুচির নেওয়া হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

অষ্টম মিনিটে টমিয়াসুর শিশুতোষ ভুলে ক্রোয়েশিয়া এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে সুবর্ণ সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেনি ইভান পেরিসিচ।

এরপর ক্রোয়েশিয়া বলের দখল পুরোপুরি নিয়ে নেয়। জাপান খেলছিল পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল। তবে ক্রোয়েশিয়ার রক্ষণভাগ কিছুতেই ভাঙতে পারছিল না দলটি। কিন্তু ৪৩তম মিনিটে জাপানকে আর আটকে রাখা যায়নি। ছোট করে নেওয়া কর্নার থেকে রিতসু দোয়ান ক্রস বাড়ান ডি বক্সে। মায়া ইয়োশিদা হেড হয়ে বল সামনে আসতেই জোরাল শটে জাল কাঁপান মাইদা। ওই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

news24bd.tv/সাব্বির