‘লক্ষ্য থাকবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করা’

সংগৃহীত ছবি

‘লক্ষ্য থাকবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করা’

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। যেখানে আত্মবিশ্বাস খুঁজতে চায় মিরাজ-মুস্তাফিজের লড়াকু ইনিংসে। পেসার এবাদত হোসেন বলছেন, প্রথম ওয়ানডে জয় বদলে দিয়েছে টাইগারদের ড্রেসিংরুমের আবহাওয়া।

তবে ইনজুরিতে থাকায় দ্বিতীয় ওয়ানডেতেও অনিশ্চিত তাসকিন আহমেদ।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দিবেন ফিটনেস টেস্ট।

দুইদিন বাদেই তাদের নেমে পড়তে হচ্ছে সিরিজ জয়ের মিশনে। ম্যাচ জয়ের পরদিন কোনো অনুশীলন করেনি দল। তবে টিম হোটেলেই করেছে সুইমিং আর জিম সেশন।

প্রথম ওয়ানডেতে সাকিব মিরাজ ম্যাজিকে কিছুটা পাদপ্রদীপের নিচেই ছিলেন ৪ উইকেট নেয়া পেসার এবাদত হোসেন।  

দ্বিতীয় ম্যাচের আগেই ঠিক করেছেন নিজ ও দলের লক্ষ্য। এবাদত হোসেন বলেন, ‘সিরিজের আমরা ১-০ তে এগিয়ে আছি। তার মানে এই নয় যে, আমরা সিরিজ জিতে গেছি। আগের ম্যাচে জয়ের আত্মবিশ্বাস এবং যথাযথ প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামব। লক্ষ্য থাকবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করা। ’

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও তাসকিনকে নিয়ে আছে আশা নিরাশার দোলাচল। তবে সূত্রের খবর ম্যাচের আগের দিন ফিটনেস টেস্ট দেবেন এই পেসার।

এবাদত বলেন, ‘তাসকিনের ইনজুরি সম্পর্কে টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল টিম ভালো বলতে পারবেন। তাসকিন আমাদের দলের অন্যতম সেরা বোলার। সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক, এটাই আমি চাই। তাতে দলের শক্তি বাড়বে। ’

news24bd.tv/কামরুল