৭ ও ১২ মিনিটে ব্রাজিলের দুই গোল

৭ ও ১২ মিনিটে ব্রাজিলের দুই গোল

অনলাইন ডেস্ক

চলতি কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে ইনজুরিতে পড়ায় কতই না শঙ্কা ছিল নেইমারকে ঘিরে। তার অভাব গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে বেশ ভালভাবেই বোঝা গিয়েছিল ব্রাজিল শিবিরে। তবে সব শঙ্কা দূর করে মাঠে ফিরলেন ব্রাজিলের পোষ্টারবয় নেইমার। আর তাতেই বদলে গেল গোটা দলের চেহারা।

ম্যাচ শুরুর ৭ মিনিটেই প্রথম গোল করেছে ব্রাজিল।

শেষ ষোলোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের শুরুতেই জোড়া গোল পেয়ে গেছে সেলেসাওরা। সপ্তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যাওয়ার পর ১২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার।

ব্রাজিল একাদশ
(ফরমেশন ৩-৪-২-১): অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।

দক্ষিণ কোরিয়া একাদশ
(৪-২-৩-১): কিম সিয়াং-গুই (গোলরক্ষক), মুন-হোন, কে-কোন, ইয়ং-গুন, জিন-সু, ও-ইয়ং, হোয়াং-হি-চান, লি-কাং-ইন, লি-জায়-সাং, সন হিউং-মিন, চু গুয়ে-সাং।