রাজধানীর পল্টন থানার দৈনিক বাংলার মোড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় কিছু জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে আশপাশের লোক মুখে জানতে পেরেছি, তিনি ওই এলাকায় প্রায়ই ঘোরাফেরা করতেন এবং ভবঘুরে ধরনের মানুষ ছিলেন।