রাণীনগরে র‌্যাফেল ড্র-তে সন্ত্রাসীদের গুলি, আহত ৩

রাণীনগরে র‌্যাফেল ড্র-তে সন্ত্রাসীদের গুলি, আহত ৩

রাণীনগরে র‌্যাফেল ড্র-তে সন্ত্রাসীদের গুলি, আহত ৩

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরের ঘোষগ্রাম-বেতগাড়ীতে ফুটবল টুর্নামেন্টের অবৈধ লটারির ড্র'র সময় সন্ত্রাসীদের গুলিতে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনাটি ঘটেছে।

আহত ৩ জনের মধ্যে মোঃ রোবায়েত হোসেন নামের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মাথায় গুলি লেগে গুরুত্বর আহত হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় শুক্রবার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ঘোষগ্রাম-বেতগাড়ী উদয়ন ক্রিড়া সংসদ কর্তৃক এক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। এদিন বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যার পর খেলা উপলক্ষে অবৈধ র‌্যাফেল ড্র (লটারি) ছাড়া হয়। র‌্যাফেল ড্র চলাকালিন সময়ে রাত অনুমান ১১টার সময় কে বা কাহারা অতর্কিত ভাবে গুলি ছোড়ে।

এতে তিন জন আহত হয়। ভবানীপুর মণ্ডলপাড়া গ্রামের জাবের মণ্ডলের ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ রোবায়েত হোসেন গুরুত্বর আহত হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিতিৎসা নিচ্ছেন। আহত অপর ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর