ব্রাজিলের জয়ে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয়

সংগৃহীত ছবি

ব্রাজিলের জয়ে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

হাজার মাইল দূরে মরুর দেশ কাতারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে খেলা ৩২টি দলের মধ্যে নেই বাংলাদেশের নাম। তবে তাতে বিশ্বকাপের উন্মাদনা এতটুকুও কমে যায়নি এদেশের ফুটবল প্রেমীদের। প্রিয় দল বেছে নিয়ে বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে সমগ্র বাঙালি জাতি।

সেই উন্মাদনা কয়েকগুণ বেড়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। মহসিন হল মাঠ ও টিএসসিতে বড় পর্দায় খেলা দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার ফুটবল প্রেমী।

গতকাল গভীর রাতে শীতের তীব্রতা ছাপিয়ে মহসিন হল খেলার মাঠ ও টিএসসিতে বড় পর্দায় ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করতে ভিড় জমান হাজারো ফুটবলপ্রেমী। ব্রাজিলের জয়ে উল্লাসে মাতেন ভক্তরা।

ব্রাজিলের খেলা উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিড় জমাতে থাকেন ফুটবল প্রেমীরা। প্রিয় দলের জার্সি গায়ে নেইমার আর ব্রাজিলের স্লোগানে মাতেন সেলেসাও ভক্তরা।

রাত ১টায় খেলা শুরুর পর থেকেই বেড়ে যায় ব্রাজিল সমর্থকদের উন্মাদনা। ব্রাজিলের একের পর এক আক্রমণ ও গোলে উল্লাসের ধ্বনিতে প্রকম্পিত তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। মাঠে দক্ষিণ কোরিয়ার সমর্থনে ছিল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাসহ অন্য দলের সমর্থকরাও। তবে এদিন ব্রাজিলের সমর্থকদের কাছে পাত্তা পায়নি তারা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে একের পর এক আক্রমণে গিয়ে প্রথমার্ধেই চার গোল দেয় দক্ষিণ কোরিয়ার জালে। আর তাতেই নিশ্চিত হয় ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল।

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাতেন নেইমার ভক্তরা। তাদের প্রত্যাশা, জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।

এদিন মাঠে আর্জেন্টিনার জার্সি গায়ে দক্ষিণ কোরিয়াকে সমর্থন দেন অনেকে। কোরিয়ার বড় পরাজয়ের পর তারা প্রত্যাশা করছেন, ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখার। তবে তা দেখতে হলে শুক্রবার রাতে জিততে হবে দু’দলকেই। যেখানে ব্রাজিল লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনা লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে।

news24bd.tv/আমিরুল