কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর

সংগৃহীত ছবি

কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস।  সোমবার সকালে কক্সবাজার শহর থেকে সড়কপথে ৪২ কিলোমিটার দূরে বিশ্বের সর্ববৃহৎ আশ্রয়শিবির কুতুপালংয়ে যান তিনি।

প্রথমে তিনি ক্যাম্প-৯–এর সার্ভিস সেন্টার পরিদর্শন করেন। এরপর ক্যাম্প-৮ ডব্লিউ পরিদর্শন শেষে সেখানে ১০-১৫ জন রোহিঙ্গা শরণার্থী নারী-পুরুষের সঙ্গে কথা বলেন জুলিয়েটা ভ্যালস নয়েস।

এ সময় ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শনকালে মার্কিন সহকারী মন্ত্রী রোহিঙ্গা শিক্ষার্থীদের মিয়ানমারের শিক্ষা কারিকুলামে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। এ ব্যাপারে তিনি জাতিসংঘ এবং বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

পরে উখিয়া উপজেলার রত্নাপালং গ্রামে স্থানীয় জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন তিনি। বিকেলে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনের কার্যালয়ে সরকারি ও আন্তর্জাতিক সংস্থা সমূহের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

news24bd.tv/আজিজ