মার্কিন রিলিফ প্যাকেজে চীনা হ্যাকারদের হানা, হাতিয়ে নিয়েছে ১ কোটি ডলার

সংগৃহীত ছবি

মার্কিন রিলিফ প্যাকেজে চীনা হ্যাকারদের হানা, হাতিয়ে নিয়েছে ১ কোটি ডলার

অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ভাইরাসটির তাণ্ডবে প্রাণহানির সঙ্গে সঙ্গে দেশটির অর্থনীতি ব্যাপক আকারে ক্ষতির মুখে পড়ে। তবে অর্থনীতি পুনরুদ্ধারে কোটি কোটি মার্কিন ডলারের রিলিফ প্যাকেজ বা ত্রাণ কর্মসূচি পাস করেছে মার্কিন প্রশাসন। তবে সেই রিলিফ প্যাকেজে হানা দিয়েছে চীনা হ্যাকাররা।

হাতিয়ে নিয়েছে কোটি কোটি মিলিয়ন ডলার। খবর রয়টার্সের।

প্রতিবেদনে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি জানায়, ২০২০ সাল থেকে এ পর্যন্ত মার্কিন রিলিফ প্যাকেজের এক কোটি মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে চীনা হ্যাকাররা। সোমবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা সিক্রেট সার্ভিস এ তথ্য জানিয়েছে।

তবে এ নিয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি সংস্থাটি।

হ্যাকিংয়ের জন্য চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপুষ্ট হ্যাকিং গ্রুপ এপিটি৪১ বা ওয়িনতিকে দায়ী করছে সিক্রেট সার্ভিস।

২০১৯ ও ২০২০ সালে এপিটি৪১ হ্যাকিং গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছিল মার্কিন বিচার বিভাগ। ওই সময় বলা হয়েছিল, হ্যাকিং গ্রুপটি সফটওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি, টেলিকমিউনিকেশন কোম্পানি, সোশ্যাল প্ল্যাটফর্ম ও ভিডিও গেম ডেভেলপারসহ ১০০টিরও বেশি কোম্পানির ওপর গুপ্তচরবৃত্তি করেছে।

ওই সময় যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফরি রোসেন বলেছিলেন, ‘দুঃখজনকভাবে, চীনা কমিউনিস্ট পার্টি সাইবার অপরাধীদের নিরাপদে রাখতে একটি ভিন্ন পথ বেছে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা বিদেশিদের ওপর সাইবার হামলা করবে ততক্ষণ পর্যন্ত চীনা প্রশাসন তাদের রক্ষা করবে। ’

রিলিফ প্যাকেজের অর্থ চুরি নিয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের বক্তব্য চেয়েও সাড়া পায়নি রয়টার্স।

news24bd.tv/মামুন