বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিতে অনড় ডিএমপি

ফাইল ছবি

বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিতে অনড় ডিএমপি

মাসুদা লাবনী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশের জন্য বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানকে ভেন্যু হিসেবে দেওয়া হয়েছিল। তাদের পক্ষ থেকে আরামবাগের মাঠে সমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশের অনুমতি দিতে অনড় ডিএমপি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের এসব কথা বলেন ফারুক হোসেন।

তিনি বলেন, রাস্তায় সমাবেশের অনুমতি কোনোভাবেই দেবে না ডিএমপি।

১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাদক ব্যবসায়ী বা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ডিসি ফারুক হোসেন।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশ ডেকেছে বিএনপি। সার্বিক বিবেচনায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি।

news24bd.tv/রিমু
 

এই রকম আরও টপিক