ছাত্রলীগের সম্মেলন মঞ্চে প্রধানমন্ত্রী

মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছাত্রলীগের সম্মেলন মঞ্চে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে সম্মেলনস্থলে পৌঁছান তিনি। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সোহরাওয়ার্দী মাঠ।

এর মধ্যে সারা দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন সম্মেলনে।

বিভিন্ন জেলার নেতাকর্মীদের পাশাপাশি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও রাজধানীর ওয়ার্ড, থানা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও।  

ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। পরে পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতি পদে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক পদে লেখক ভট্টাচার্য আসেন।

এরপর ২০২০ সালের ৪ জানুয়ারি ‘ভারমুক্ত’ হন তারা।

ছাত্রলীগের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সংগঠনের দুই শীর্ষ পদ—সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য ২৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে সভাপতি পদের জন্য ৯৬ জন ও সাধারণ সম্পাদক পদের জন্য ১৫৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ করা হয়।

news24bd.tv/ইস্রাফিল