নড়াইলে ছেলে হত্যার বিচারের দাবিতে রাস্তায় মা

বিচারের দাবিতে মানববন্ধন

নড়াইলে ছেলে হত্যার বিচারের দাবিতে রাস্তায় মা

নড়াইল প্রতিনিধি

নড়াইলে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় চিত্রা রানী বৈরাগী। কারো কোনো সান্ত্বনা মায়ের মনকে শান্ত করতে পারছে না। ছেলের মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে রাস্তায়ও নেমেছেন তিনি। মানববন্ধনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমার ছেলেকে ডেকে এনে খুন করা হয়েছে।

জায়গায় (হত্যা) শেষ করে দেছে আমার ছেলেকে। আমার বুক খালি করেছে যারা, আমি তাদের ফাঁসি চাই। ’

মানববন্ধনে আসা নিহত স্বাগতমের স্ত্রী মনিষা বৈরাগী বলেন, ‘আমার স্বামী বাসায় ছিলো। পিন্টু রাত ১১টার দিকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়।

তারপর সাড়ে ১১টার দিকে ওরে (স্বামীকে) মেরে দেয়। ’ এসময় কাঁদতে কাঁদতে স্বামীর হত্যাকারীদের ফাঁসির দাবি করেন তিনি।

গত ২ ডিসেম্বর রাতে সদর উপজেলার শোলপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে স্বাগতম বৈরাগী হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে সোমবার (৫ ডিসেম্বর) বিকালে শোলপুর বিধানের মোড়ে আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রায় চারশতাধিক নারী-পুরুষের সমাগম ঘটে। তারা নিহত স্বাগতম বৈরাগীর হত্যাকারীদের কঠিন শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর রাতে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামের দিলীপ বিশ্বাসের ছেলে পিন্টুর ছুরিকাঘাতে একই  গ্রামের স্বাগতম বৈরাগী নামে এক কীর্তন শিল্পীর মৃত্যুর অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় নিহত স্বাগতমের ভাই নরোত্তম বাদী হয়ে ৬ জনকে আসামি করে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করলেও মূল আসামি পিন্টু এখনো ধরা ছোঁয়ার বাইরে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি পিন্টুসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

news24bd.tv/রিমু