যশোর মুক্ত দিবস উদযাপিত

যশোর মুক্ত দিবস উদযাপিত

যশোর মুক্ত দিবস উদযাপিত

যশোর প্রতিনিধি

আজ ৬ ডিসেম্বর (মঙ্গলবার), যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল যশোর জেলা। বীর মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর তীব্র প্রতিরোধে এদিন যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। শত্রুমুক্ত হয় যশোর জেলা।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যশোর মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। সকালে যশোর জেলা প্রশাসন শহরের টাউন হল ময়দান থেকে বিজয় র‍্যালি বের করে। বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালি’র উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে যশোরের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বয়সের সাধারণ জনগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ অংশ নেন।

news24bd.tv/রিমু

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর