সাম্বা নেচে বিতর্কে তিতে

সংগৃহীত ছবি

সাম্বা নেচে বিতর্কে তিতে

অনলাইন ডেস্ক

গ্রুপপর্বে মাত্র ৩ গোল দেওয়া ব্রাজিল শেষ ষোলোতে জয় তুলেছে ফেবারিটদের মতোই। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তিতের দল। প্রথমার্ধে দ. কোরিয়াকে আক্রমণে কোণঠাসা করে একের পর এক গোল করেছে তিতের আক্রমণ ভাগ। গোল শেষে সাম্বা নেচে তার উদযাপন করেছে রিচার্লিসন-নেইমাররা।

তাদের সাথে যোগ দিয়েছেন তিতেও। যা জন্ম দিয়েছে তীব্র সমালোচনার।

ম্যাচের ৩৭ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান ৩-০ করেন রিচার্লিসন। গোল দিয়ে ছুটে যান কোচ তিতের দিকে।

সেখানে টাচলাইনের বাইরে সাম্বা নেচে সেই গোল উদযাপন করে রিচার্লিসনরা। সাম্বা নাচে যোগ দেন তিতেও। যাকে প্রতিপক্ষের প্রতি সম্মানের অভাব দেখছেন অনেকেই।

যাকে কেন্দ্র করে সমালোচিত হচ্ছেন তিতে। কোচের এমন নিত্যকে বাড়াবাড়ি হিসেবে দেখছেন অনেকেই। ম্যাচ শেষে উদযাপনের নিন্দা করাদের নিয়ে কথা বলেছেন তিতে। জানিয়েছেন বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল তাদের। দক্ষিণ কোরিয়াকে উপহাস করার লক্ষ্য ছিল না তাদের।

তিতে বলেন, ‘আমি রিচার্লিসনকে বলেছিলাম যদি তুমি আমাকে গোল করে দেখাও তবে আমি সাম্বা নাচে যোগ দেব। তবে আমাদের সতর্ক থাকতে হবে কারণ বিভিন্ন লোক বলবে এটি অসম্মানজনক ছিল। তবে আমি চাইনি, ফলাফলের আনন্দের অনুভূতি ছাপিয়ে ভুল ব্যাখ্যা করা হোক। এমন নয় যে আমরা আমাদের প্রতিপক্ষকে অসম্মান করছি। ঘটনাটি মোটেও এমন ছিল না। ’

news24bd.tv/আমিরুল