গাড়ি চালিয়ে ক্রিমিয়ার সেই সেতু পার হলেন পুতিন

সংগৃহীত ছবি

গাড়ি চালিয়ে ক্রিমিয়ার সেই সেতু পার হলেন পুতিন

অনলাইন ডেস্ক

ক্রিমিয়ার সাথে রাশিয়ার সংযোগ স্থাপনকারী সেই সেতু পরিদর্শন করেছেন ভ্লাদিমির পুতিন। মার্সিডিস চালিয়ে পুতিন নিজেই পার হন সেতু। এমন খবর জানিয়েছে এপি।

এর আগে অক্টোবরে ট্রাক বোমা বিস্ফোরণে আংশিকভাবে ধসে পড়ে সেতুটি।

এ ঘটনায় তিন জন অন্তত তিনজন নিহত হন। পরিদর্শনে এসে সেতুর মেরামত প্রকল্পের দায়িত্বে থাকা উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিনের সাথে আলোচনা করেন পুতিন। সেতু মেরামত কাজে নিয়োজিত কর্মীদের সাথেও কথা বলেন তিনি।

এই সেতুটির আনুষ্ঠানিক নাম কের্চ ব্রিজ হলেও ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগ স্থাপন করায় এটি ক্রিমিয়া সেতু নামেও পরিচিত।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও পুতিনের ব্রিজটি পরিদর্শনের কথা নিশ্চিত করা হয়েছে।

ইউক্রেনে রুশ বাহিনীর রশদ সরবরাহের প্রধান পথ হিসেবে কের্চ প্রণালীর ওপর দিয়ে এই সেতুটি ব্যবহার করে আসছিল মস্কো। ১৯ কিলোমিটার দীর্ঘ ব্রিজটিকে ইউক্রেনীয় বাহিনীর একটি বড় টার্গেট হিসেবে দেখা হচ্ছিল। গত অক্টোবরে ভয়াবহ বিস্ফোরণে ব্রিজটির একাংশ ধসে পড়ে।  

 এ ঘটনায় কেউ দায় স্বীকার না করলেও ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, ‘ক্রিমিয়া সেতু দিয়ে শুরু। অবৈধ সবকিছু ধ্বংস করতে হবে, চুরি যাওয়া সবকিছু ইউক্রেনকে ফেরত দিতে হবে, রাশিয়ার দখলে থাকা সবকিছু থেকে তাদের বহিষ্কার করা হবে। ’

news24bd.tv/আজিজ