মেয়েকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মা নিহত

সংগৃহীত ছবি

মেয়েকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মা নিহত

অনলাইন ডেস্ক

সাতক্ষীরার তালায় মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তানিয়া খাতুন (২২) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাইকগাছা সড়কের গঙ্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তানিয়া খাতুন (২২) পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

জানা যায়, তানিয়া তার অসুস্থ মেয়ে তাবাচ্ছুমকে ডাক্তার দেখাতে তালা সদরে নিয়ে যান।

ডাক্তার দেখানো শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে গঙ্গারামপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তানিয়া নিহত হন। এ সময় মেয়ে তাবাচ্ছুমও গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তাছাড়া চালক সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

news24bd.tv/হারুন