ব্যারিস্টার খোকনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব

ব্যারিস্টার খোকনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক

গাড়ি ভাংচুর ও ট্রাফিক বক্সে হামলার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালত এ পরোয়ানা জারি করেন।   

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার এ মামলার হাজিরার দিন ধার্য ছিল। এ দিন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ বেশ কয়েকজন আদালতে হাজিরা দেন।

অন্যদিকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাইফুল ইসলাম নীরবসহ বাকিরা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। শুনানি শেষে তাদের আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চকবাজার বিশেষ আদালতে রায় শুনানিতে হাজিরা দিতে যাওয়ার সময় বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মী মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ বাধা দিলে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে ও ট্রাফিক বক্স ভাংচুর করেন।

এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনায় ওইদিন রমনা থানার উপ-পরিদর্শক এস এম খায়রুল বাশার বাদী হয়ে ১৮০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

news24bd.tv/আলী