হাতের আঙুল অপারেশন করাতে গিয়ে শিশু মারুফা জাহান মাইশার মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর রুপনগর থানায় মামলা করেন মাইশার বাবা মোজাফফর হোসেন। মামলায় আসামি করা হয়েছে আলম মেমোরিয়াল হাসপাতালের ডা. আহসান হাবিব, সার্জারি চিকিৎসক শরিফুল ইসলাম ও এনেস্থিসিয়া চিকিৎসক ডা. রনিকে।
মাইশা কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা মোজাফফর আলী ও বেলি আক্তারের মেয়ে।
এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান সরদার বলেন, মাইশার মৃত্যুর ঘটনায় তার পরিবার থানায় মামলা করেছেন।
উল্লেখ্য, গত বুধবার ঢাকার মিরপুরের রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে মাইশা নামের কুড়িগ্রামের এক শিশুর হাতের আঙুলের অপারেশন করার সময় শিশুটির মৃত্যু হয়। সেদিনই শিশুটির মরদেহ নিয়ে কুড়িগ্রামে ফিরে যান তার বাবা-মা। দাফনের আগে মাইশার গোসল করানো নারীরা দেখতে পান, তার নাভির নিচে পেট জুড়ে কেটে সেলাই করা। এ ঘটনা প্রকাশ হলে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়।
news24bd.tv/হারুন