দুই গোলে এগিয়ে পর্তুগাল

সংগৃহীত ছবি

দুই গোলে এগিয়ে পর্তুগাল

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে পর্তুগাল। রোনালদোকে ছাড়া এদিন সুইসদের বিপক্ষে মাঠে নামে তারা। তারকা এই ফুটবলার  একাদশে না থাকলেও সুইসদের বিপক্ষে গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে।  

পর্তুগালের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই গোলের দেখা পান গোঞ্জালো রামোস।

ম্যাচের ১৭ মিনিটে ফেলিক্সের থ্রো থেকে বল পান রামোস। টপ লেফট কর্ণার দিয়ে জোড়ালো শটে পরাস্ত করেন সুইজারল্যান্ডের গোলরক্ষক সোমারকে।  

রামোসের পর পর্তুগালের হয়ে দ্বিতীয় গোল করেন পেপে। ব্রুনো ফার্নান্দেজের কর্ণার কিক থেকে অসাধারণ টাইমিংয়ে হেড দিয়ে গোল করেন পেপে।

প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হলে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল।  

পর্তুগাল একাদশ: ডিয়েগো কস্তা, পেপে, রুবেন দিয়াজ, রুবেন নেভেস, রাপাল গুয়েরেইরো, দালোত, বার্নার্ডো সিলভা, উইলিয়াম, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও ফেলিক্স এবং গোঞ্জালো রামোস।

সুইজারল্যান্ড একাদশ: ইয়ান সমার, ফার্নান্দেজ, আকানজি, শার, রদ্রিগেজ, জাকা, ফ্রেইলর, রেইডার, শো, ভারগাস, এমবোলু।

news24bd.tv/আলী