ভারতে পাচারের সময় ৭ স্বর্ণের বারসহ আটক ২

ভারতে পাচারের সময় ৭ স্বর্ণের বারসহ আটক ২

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বেনাপোল চেকপোস্টে যাত্রীর স্যান্ডেল ও প্যান্টের ভেতর থেকে সাতটি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এসময় দু'জনকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

শুক্রবার সকাল সাড়ে সাড়ে ৭টার দিকে কাস্টমস গেটের ভেতর থেকে ভারতে পাচারের সময় তাদের আটক করা হয়।

আটককৃত মিজানুর রহমান (৪২) মুন্সীগঞ্জ জেলার বর্নিয়ান আশুলিয়ার চর গ্রামের আ. মান্নান মিয়ার ছেলে ও মাহবুব আলম (৪১) কুমিল্লার চান্দিনা থানার আ. মান্নানের ছেলে।  

শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ আব্দুস সাদিক  জানান, গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে আগে থেকে ওঁৎ পেতে থেকে তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে বলে জানান ডেপুটি কমিশনার।

সম্পর্কিত খবর