ইরানের সাংস্কৃতিক ব্যবস্থার সংশোধনের আহ্বান খামেনির

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (ছবি : সংগৃহীত)

ইরানের সাংস্কৃতিক ব্যবস্থার সংশোধনের আহ্বান খামেনির

অনলাইন ডেস্ক

ইরানের সাংস্কৃতিক ব্যবস্থার সংশোধনের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ আহ্বান জানান তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

দেশের সাংস্কৃতিক পরিষদের সঙ্গে বৈঠকে খামেনি বলেন, ‘দেশের সাংস্কৃতিক কাঠামোতে বিপ্লব ঘটাতে হবে...বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতির দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে ও সুপ্রিম কাউন্সিলকে পর্যবেক্ষণ করতে হবে।

হিজাব আইন ভঙ্গ করার কারণে গত ১৩ সেপ্টেম্বর মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে দেশটির নৈতিকতা পুলিশ। আটকের পর পুলিশি হেফাজতে ১৬ সেপ্টেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর প্রতিবাদে ইরানে তুমুল বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এরপর থেকেই অস্থিরতায় কাঁপছে দেশটি।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটি সবচেয়ে বড় আন্দোলন বলে দাবি করছে সংশ্লিষ্টরা।

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক