টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তিনি ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে বাংলাদেশ। আজ ম্যাচ জিতলে সিরিজ জয় হবে টাইগারদের। দলে এসেছে একটি পরিবর্তন হাসান মাহমুদের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।

গত ম্যাচে আশানরূপ পারফর্ম না করায় বাদ দেওয়া হয়েছে হাসান মাহমুদকে। অন্যদিকে স্পিনে বাড়তি জুর দেওয়া হয়েছে এ ম্যাচে। ডাকা হয়েছে নাসুম আহমেদকে। গত ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

বাঁহাতি নাসুমকে তাই বাড়তি অপশন হিসেবে রাখা হয়েছে দলে।

সিরিজে ফিরতে ভারত একাদশে এসেছে দুটি পরিবর্তন। শাহবাজ আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন অক্ষর প্যাটেল। পেস আক্রমণে ফিরেছেন উমরান মালিক।

উল্লেখ্য, সবশেষ ম্যাচে মিরাজ নৈপুণ্যে ২৪ বল ও ১ উইকেট হাতে রেখে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল-হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), 6 মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক),শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।

news24bd.tv/আমিরুল