১৪ রাজনৈতিক দলকে শোকজ করেছে ইসি

সংগৃহীত ছবি

১৪ রাজনৈতিক দলকে শোকজ করেছে ইসি

অনলাইন ডেস্ক

নিবন্ধনের শর্ত অনুযায়ী নির্ধারিত সময় তথ্য না দেওয়ায় ১৪টি রাজনৈতিক দলকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বুধবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

শোকজ করা দলগুলো হলো, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তালিকায় আরও রয়েছে- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।