রাস্তায় সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী 

সংগৃহীত ছবি

রাস্তায় সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী 

অনলাইন ডেস্ক

রাস্তায় প্রতিবন্ধকতা করে কোনো সমাবেশ করলে আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর বিজয় সরণিতে একটি ব্যাংকের শাখা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপিকে দেশের প্রচলিত নিয়ম মেনেই সভা-সমাবেশ করতে হবে। ২০-২৫ লাখ মানুষের সমাগম ঢাকায় সম্ভব না।

সব দলের বড় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে। ’ 

তিনি বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে সরকার আইন প্রতিষ্ঠায় এবং মানুষের জানমাল রক্ষায় যা করার তা করবে।  এছাড়া বিএনপি কেন পল্টনে সমাবেশ করতে চায় সেটিও খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। ’ 

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো।

দেশের মানবাধিকার ক্ষুণ্ন হোক এমনটা সরকারও চায় না। ’  

news24bd.tv/ইস্রাফিল