মিরপুরে ভারতের বিপক্ষে ধুকছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

মিরপুরে ভারতের বিপক্ষে ধুকছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাওয়ার প্লে’তেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর সময় গড়ানোর সাথে সাথে সেই চাপ আরো বাড়ান মিডল অর্ডারের ব্যাটাররা। ভারতীয় বোলারদের সামনে এদিন দাঁড়াতেই পারেননি বাংলাদেশি টপ ও মিডল অর্ডারের কোনো ব্যাটার। তাতে লড়াই করার মতো পুঁজি পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এই মুহূর্তে ভারতের বিপক্ষে লড়াই করার চেষ্টা চালাচ্ছেন গত ম্যাচ জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভার শেষে ৬ উইকেটে ৮৬ রান। উইকেটে থিতু হওয়ার লড়াই চালাচ্ছেন মাহমুদউল্লাহ ও মিরাজ।

মিরপুরে এদিন ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার এনামুল বিজয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

পরে নাজমুল শান্তকে নিয়ে সেই বিপদে কাটিয়ে উঠার চেষ্টা চালান বাংলাদেশ অধিনায়ক লিটন দাশ। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সিরাজের সামনে। সিরাজের গতিতে উইকেট ভেঙে যায় তার। খানিক পর আশা জাগিয়ে ফিরে যান শান্ত। ২১ রানে থাকা অবস্থায় উমরান মালিকের গতিতে উইকেট ভাঙে তার।

এর আগে প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। মাঠে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ। দুটি চার হাঁকিয়ে ১১ রান করে ফেলেছিলেন এনামুল। তখনও রানের খাতা খুলেননি আরেক ওপেনার। এরপরই বাধে বিপত্তি। মোহাম্মদ সিরাজের গতির কাছে পরাস্ত হন তিনি। বল লাগে পায়ে। এলবিউব্লিউয়ের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন তিনি।

এরপর উইকেটে এসে জুটি গড়ার চেষ্টা চালিয়েছে নাজমুল শান্ত ও লিটন দাশ। ভারতীয় বোলারদের বিপক্ষে বেশ দেখেশুনেই ব্যাট চালাচ্ছিলেন এ দুই ব্যাটার। তবে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি তারা। সিরাজের বলে লিটনের উইকেট ভাঙলে আবারো হোঁচট খায় বাংলাদেশ। এরপর তাকে অনুসরণ করেন শান্ত। উমরানের গতিতে উইকেট ভাঙে তার।

এরপর ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে একে একে পরাস্ত হয়ে ফিরে যান সাকিব, মুশফিক ও আফিফ। আফিফ ফিরেছেন গোল্ডেন ডাকের শিকার হয়ে। এতে বেশ চাপে পড়ে বাংলাদেশ। এই মুহূর্তে শঙ্কা ঝেঁকে বসেছে বড় রান তোলার।

এর আগে মিরাজ নৈপুণ্যে তিনি ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে বাংলাদেশ। আজ ম্যাচ জিতলে সিরিজ জয় হবে টাইগারদের। সিরিজ জয়ের মিশনে একাদশে এক পরিবর্তন এনেছে লিটন দাশের দল। হাসান মাহমুদের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক