রাহুলকে ফিরিয়ে দিলেন মিরাজ, ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে

সংগৃহীত ছবি

রাহুলকে ফিরিয়ে দিলেন মিরাজ, ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে

অনলাইন ডেস্ক

পাওয়ারপ্লেতে তিন উইকেট হারানো ভারতকে বিপদ থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন লোকেশ রাহুল। তবে তাকেও ফিরিয়ে দিয়েছেন ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নেওয়া মেহেদী হাসান মিরাজ। ১৯তম ওভারের তৃতীয়  বলে রাহুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮০ রান।

বল হাতে বাংলাদেশের বোলিং ইনিংসের শুরুটা করেছিলেন মিরাজই। এরপর লিটন তাকে বোলিংয়ে আনেন ১৯তম ওভারে। বল হাতে পেয়েই রাহুলকে ফেরান তিনি। তার নিচু হওয়া বলটা আড়াআড়ি খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি রাহুল।

প্যাডে আঘাত করে বল। মিরাজের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন মাসুদুর রহমান মুকুল। ফলে ৬৫ রানেই চতুর্থ উইকেট হারায় ভারত।  

এর আগে, লক্ষ্য তাড়ায় নেমে ভারত ৩৯ রানেই হারায় ৩ উইকেট। মিরাজকে চার মেরে ইনিংস শুরু করা কোহলি পরের ওভারে এবাদতের শর্ট লেংথের বলটা পুল করতে গিয়ে ইনসাইড-এজে বোল্ড হন। ফেরেন মাত্র ৫ রানে। পরের ওভারে ধাওয়ানকেও হারায় ভারত। তৃতীয় ওভারে পঞ্চম বলে মুস্তাফিজের ছোড়া স্লো বাউন্সারে ভড়কে যান ভারতের ওপেনার। ৮ রান করা ধাওয়ান ক্যাচ দেন পয়েন্টে। মিরাজ সেই ক্যাচ লুফে নিলে ১৩ রানেই ২ উইকেট হারায় ভারত।

শুরুতে দুই ওপেনারকে হারানো ভারতকে টেনে তোলার চেষ্টা করছিলেন শ্রেয়াস আইয়ার এবং ওয়াশিংটন সুন্দর। তবে ওয়াশিংটন পাওয়ারপ্লের শেষ বলে সাকিব আল হাসান বলে ক্যাচ দেন শর্ট মিড-উইকেটে থাকা বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে। লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে ধীরগতির স্পিনে বোকা বনে যান ওয়াশিংটন।

news24bd.tv/সাব্বির