কক্সবাজারের রামুতে পাহাড়ের মাটি চাপা পড়ে একই পরিবারের তিন নারীসহ ৪ জন নিহত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকায় পাহাড় ধ্বসে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার গৃহকর্তা আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫) শাশুড়ি দিল ফরাজ বেগম (৬৯) ও নাসিমা বেগম (২৩)।
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামশুল আলম জানান, রাতে নিহত পরিবার খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধ্বসে বাড়িতে পড়ে।
রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, পাহাড়ের পাশে গড়ে ওঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড় থেকে মাটি কাটা হচ্ছিল। একারণে পাহাড়টি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করছে।
/FA