ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে পুতিনের ইউটার্ন

সংগৃহীত ছবি

ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে পুতিনের ইউটার্ন

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রিজার্ভ সেনা মোতায়েনের সিদ্ধান্ত আপাতত রাশিয়া স্থগিত করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (৭ ডিসেম্বর) দেশটির নাগরিক সমাজ ও মানবাধিকার কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ইঙ্গিত দেন।

পুতিন বলেন, তিন লাখ সেনার প্রায় অর্ধেকই এখনও রিজার্ভ রয়েছে। এই রিজার্ভ সৈন্য রাশিয়া জুড়ে প্রশিক্ষণ নিচ্ছে।

বাকি দেড় লাখ সৈন্যের মধ্যে মাত্র ৭৭ হাজার ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে। আর অবশিষ্ট ৭৭ হাজার সেনা দ্বিতীয় বা তৃতীয় ধাপে ইউক্রেন যুদ্ধে অংশ নেবে।  

রাশিয়া চলতি শীত মৌসুমে ইউক্রেনে আবারও অতিরিক্ত সেনা মোতায়েন করতে পারে বলে গুঞ্জন ওঠে। গুঞ্জনের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন মন্তব্য করছেন।

রাশিয়ান কর্তৃপক্ষ অবশ্য এই ধরনের অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি  বারবার অস্বীকার করেছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘আংশিক সেনা সমাবেশ’ করার ঘোষণা দেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম রাশিয়া এ ধরনের সেনা সমাবেশের তোড়জোড় শুরু করে। ওই আংশিক সেনা সমাবেশে তিন লাখ রিজার্ভ সৈন্যকে ডাকা হবে বলে জানায় মস্কো। এ লক্ষ্যেই সামরিক বাহিনীর রিজার্ভ সেনাদের একটি অংশকে ডাকার নির্দেশ দিয়েছেন পুতিন।  

news24bd.tv/হারুন