বিশ্বজুড়ে করোনায় সাড়ে ৬ মিলিয়নের বেশি মৃত্যু

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে করোনায় সাড়ে ৬ মিলিয়নের বেশি মৃত্যু

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে সাড়ে ছয় মিলিয়নের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সংখ্যায় যা ৬৬ লক্ষ ৫১ হাজার ৬০০ জনেরও বেশি। সেইসাথে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় সারাবিশ্বে আরও ১১৭৪ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। এসময়ে ভাইরাসটিতে নতুন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজারেরও বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ জাপানে হলেও প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

এরপরেই রয়েছে ব্রাজিল, জাপান, ফ্রান্স ও মেক্সিকো। অন্যদিকে মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ কোটি ৮ লাখেরও বেশি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়।

/FA

এই রকম আরও টপিক