শিগগিরই যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ

সংগৃহীত ছবি

শিগগিরই যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ

শাহনাজ ইয়াসমিন

আর বন্ধ নয়, এখন থেকে প্রতিবছরই অনুষ্ঠিত হবে টিকফা বৈঠক। আগামী বছর অক্টোবর-নভেম্বরে ঢাকায় হবে বৈঠকটি। এবারের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে এই সময়ে ভার্চুয়ালি ফলোআপ করবে দুই দেশ।

বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিবদের একান্ত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, এবারের টিকফা বৈঠকের পর দুই দেশের মধ্যে ব্যবসায়ীক সম্পর্ক আরও শক্তিশালী হবে। তবে, দেশটির উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত না হলে শিগগিরই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাচ্ছে না, বললেন বাণিজ্য সচিব।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাওয়ার বিষয় কি আলোচনা হলো এমন প্রশ্নে বাণিজ্য সচিব বলেন, খুব শিগগিরই জিএসপি সুবিধা পাওয়া যাবে না। এটা দেশটির কংগ্রেস এবং আইন প্রণেতাদের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা।

এদিকে, কৃষি সচিব সায়েদুল ইসলাম বলেন, কৃষি খাতকে আরও প্রযুক্তি নির্ভর করতে কী কী করা প্রয়োজন, তা নিয়ে কাজ করতে দুই দেশের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করা হয়েছে এবারের বৈঠকে। সেইসাথে এলডিসি থেকে উত্তরণের পর সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

/FA