টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

সংগৃহীত ছবি

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

অনলাইন ডেস্ক

টাইম ম্যাগাজিনের সম্মুখ পাতায় প্রকাশ পেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ছবি। রুশ হামলায় নিজের দেশকে নেতৃত্ব দেয়ায় বীরত্বের প্রতীক হিসেবে জেলেনস্কিকে 'পারসন অব দ্যা ইয়ার' হিসেবে ঘোষণা করেছে ম্যাগাজিনটি।

টাইম ম্যাগাজিন জানায়, জেলেনস্কিকে বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নেওয়া হয়েছে কারণ তিনি বিশ্ব কূটনীতি যেভাবে নাড়া দিয়েছেন, তা গত কয়েক দশকে দেখা যায়নি। এমন সংকটের মুহূর্তেও তিনি দেশ থেকে না পালিয়ে শক্ত হাতে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এই আক্রমণকে আন্তর্জাতিকভাবে ইউক্রেনের ওপর রুশ আগ্রাসন হিসেবেই বিবেচনা করা হয়। যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় শরণার্থী সংকটের সৃষ্টি করেছে সেইসাথে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে ফেলেছে। চলমান যুদ্ধে সাড়ে আট মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে।

/FA