শিল্প-সংস্কৃতি যেকোনো রাষ্ট্রের আত্মপরিচয় বহন করে: প্রধানমন্ত্রী

শিল্প-সংস্কৃতি যেকোনো রাষ্ট্রের আত্মপরিচয় বহন করে: প্রধানমন্ত্রী

শিল্প সংস্কৃতি যেকোনো রাষ্ট্রের আত্মপরিচয় বহন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিল্প সংস্কৃতিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এ প্রদর্শনী উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবসময় শান্তি চাই। শান্তিতে বিশ্বাস করি। কিন্তু একদিকে করোনাভাইরাস মহামারী, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মানুষ কষ্ট পাচ্ছে। আশা করি, মানুষের এ কষ্ট শিল্পীদের রং-তুলির আঁচড়ে উঠে আসবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রদর্শনীতে সশরীরে থাকলে ভালো লাগতো। এতগুলো দেশের শিল্পীদের সাথে দেখা হতো। ভার্চুয়ালিও দেখছি। কিন্তু এতে তো মন ভরে না।

/FA