রেলের নতুন মহাপরিচালক কামরুল আহসান

প্রতীকী ছবি

রেলের নতুন মহাপরিচালক কামরুল আহসান

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন অতিরিক্ত মহাপরিচালক মো. কামরুল আহসান। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রেল বিভাগের উপসচিব সালমা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মো. কামরুল আহসান রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (অবকাঠামো) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।

আগামী ১১ ডিসেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রেলওয়ের নিয়ম অনুযায়ী মহাপরিচালক বা ডিজি নিয়োগ দেওয়া হয় জ্যেষ্ঠতার ভিত্তিতে। সে তালিকায় ছিলেন তিন অতিরিক্ত মহাপরিচালক। এদের মধ্যে দ্বিতীয় গ্রেড প্রাপ্তির হিসেবে প্রকৌশল ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা এডিজি (অবকাঠামো) কামরুল আহসান, বাণিজ্যিক ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা এডিজি (অপারেশন) সরদার সাহাদাত আলী এবং তৃতীয় গ্রেডের যন্ত্র কৌশল বিভাগের এডিজি (রোলিং স্টক) মঞ্জুর উল আলম চৌধুরী।

/FA

এই রকম আরও টপিক