রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে লিস্ট করেছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে লিস্ট করেছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে সংখ্যালঘু রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রাথমিক লিস্ট তৈরি করেছে মিয়ানমার। শিগগিরই তাদের ফিরিয়ে নিবে তারা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘মিয়ানমারও যে কোনো মুহূর্তে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবে।

এ বিষয়ে  তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা প্রাথমিকভাবে লিস্টও তৈরি করেছে। ’

বিএনপির আন্দোলনের কথা টেনে মন্ত্রী বলেন, ‘আতঙ্কের কোনো কারণ নেই। কেউ কেউ চায় লাশ পড়ুক।

লাশ পড়লে তাদের আন্দোলনের সুবিধা হয়। ’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। ’

news24bd.tv/মামুন