ভারত ফিরে গেছেন রোহিতসহ তিন ক্রিকেটার

সংগৃহীত ছবি

ভারত ফিরে গেছেন রোহিতসহ তিন ক্রিকেটার

অনলাইন ডেস্ক

চোট নিয়ে আজ দেশে ফিরে গেছেন ভারতের তিন ক্রিকেটার। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের শুরুতেই ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পান ভারত অধিনায়ক রোহিত শর্মা। পরে হাসপাতাল হয়ে আবার মাঠে ফেরেন, ব্যাটও করেন। তবে চোটের অবস্থা না ভালো না বলেই উন্নত চিকিৎসার জন্য মুম্বাই গেলেন তিনি।

রোহিতের সঙ্গে বাংলাদেশ ছেড়েছেন চোট পাওয়া আরও দুই ক্রিকেটার পেসার দীপক চাহার এবং কুলদীপ সেন।

তবে এক সঙ্গে দেশের বিমান ধরেননি রোহিত-দীপকরা। রোহিত এক ফ্লাইটে ফিরেছেন দেশে। দীপক এবং কুলদীপ গেছেন আলাদা ফ্লাইটে।

রোহিতের মতো দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন দীপক। ডানহাতি এই পেসার ৩ ওভার পর আর বোলিং করতে পারেননি। কুলদীপের সমস্যা পিঠে। দ্বিতীয় ম্যাচের টসের সময় রোহিত বলেন, এ ম্যাচের একাদশ বিবেচনায় ছিলেন না কুলদীপ।

এদিকে, আঙুলের চোটে রোহিত আর বাংলাদেশে নাও ফিরতে পারেন। চোটের ধরনে টেস্টে তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে আশা একটাই, মুম্বাইয়ে চিকিৎসকরা সুসংবাদ দিতে পারলেই ফের বাংলাদেশে ফিরবেন তিনি। নেতৃত্ব দিবেন দলকে।

রোহিতদের দেশে ফেরার দিন ভারত দল পৌঁছে গেছে ওয়ানডের সিরিজের তৃতীয় ম্যাচের ভেন্যু চট্টগ্রামে। বাংলাদেশ-ভারত ক্রিকেটাররা একই ফ্লাইটে করে চট্টগ্রামে পা রেখেছেন। তবে দলের সঙ্গে আজ চট্টগ্রামে যাননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামীকাল দলের সঙ্গে যোগ দিবেন তিনি। এদিকে, দলের সঙ্গে এক ফ্লাইটে চট্টগ্রামের পথে রওনা না হলেও, আজ সন্ধ্যার মধ্যেই টিম হোটেলে চেক-ইন করবেন ভারতের তারকা বিরাট কোহলি।

news24bd.tv/সাব্বির