গাঁজা বিক্রির অভিযোগে রাবির ৪ ছাত্রলীগ নেতা আটক

প্রতীকী ছবি

গাঁজা বিক্রির অভিযোগে রাবির ৪ ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী প্রতিনিধি

গাজা বিক্রির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৩২৫ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শেখ রাসেল খেলার মাঠ থেকে তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

আটকৃতরা হলেন, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহান খান, জিয়া হল ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম, শেরে বাংলা হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ।

এছাড়া আরো দুই ছাত্রী ও এক ছাত্রকে ক্যাম্পাসে ইয়াবা সেবনের অপরাধে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ৩২৫ গ্রাম গাঁজাসহ চার জনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিকে জানানো হবে। তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নিবে।

এ ছাড়া ক্যাম্পাসে মাদক সেবনের অপরাধে আটক অন্যান্য ৩ শিক্ষার্থীকে বিভাগের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

news24bd.tv/রিমু 

এই রকম আরও টপিক