নয়াপল্টনের সংঘর্ষের ঘটনায় গুজবকারীদের শনাক্তে কাজ করছে ডিবি

ডিবি প্রধান হারুন অর রশীদ (ফাইল ছবি)

নয়াপল্টনের সংঘর্ষের ঘটনায় গুজবকারীদের শনাক্তে কাজ করছে ডিবি

অনলাইন ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে গতকাল অর্থাৎ বুধবার বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করছে ডিবি পুলিশ। এবার গুজবকারীদের শনাক্তে কাজ করছে তারা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘পল্টনে সংঘর্ষের ঘটনায় যারা গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্তে কাজ করছে ডিবির সাইবার ক্রাইম বিভাগ। যারা হেলমেট পরে পুলিশের ওপর হামলা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। ’

বিএনপির দুরভিসন্ধিমূলক পরিকল্পনা ছিলও বলেও সাংবাদিকদের জানান ডিবি প্রধান।

news24bd.tv/মামুন