পল্টনের ঘটনায় পুলিশের ৪৭ সদস্য আহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)

পল্টনের ঘটনায় পুলিশের ৪৭ সদস্য আহত: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৪৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭ জন

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আহত পুলিশ সদস্যদের দেখতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে হাসপাতালটিতে যান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পুলিশের মোট ৪৭ সদস্য আহত হয়েছেন।

এর মধ্যে ১৬ জন রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আরও একজন ঢাকা মেডিকেল ভর্তি রয়েছেন। ’

বিএনপির কথা টেনে তিনি বলেন, ‘তারা যতই নাশকতার চেষ্টা করুক, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। কোনো ভাবেই নয়াপল্টনের সড়কে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

বিকল্প হিসেবে কালশী মাঠে চাইলে বিএনপি সমাবেশ করতে পারবে। ’

তিনি আরও বলেন, ‘ বিএনপির কার্যালয়ে যে পরিমাণ খাবারের মজুদ পাওয়া গিয়েছে তাতে এটি স্পষ্ট, তারা এখানে দীর্ঘসময় অবস্থানের পরিকল্পনা করছিল। ’

‌পা‌র্টি অফিসে পুলিশ হামলা করেছে বিএনপির দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের অফিসে পুলিশ হামলা চালায়নি। ’

news24bd.tv/মামুন