গোলাপবাগ মাঠে সমাবেশ করতে চায় বিএনপি : ডিএমপি কমিশনার

ফাইল ছবি

গোলাপবাগ মাঠে সমাবেশ করতে চায় বিএনপি : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করতে চায় বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে মাঠটি পরিদর্শন করে এ তথ্য জানান।

তিনি বলেন, কমলাপুর কিংবা মিরপুর বাঙলা কলেজ মাঠ চেয়েছিল বিএনপি। পরবর্তীতে আবার রাতে গোলাপবাগ মাঠ চেয়েছে।

মাঠ সমাবেশ করার জন্য উপযুক্ত, নিরাপত্তা সংক্রান্ত কিছু ইস্যু আছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আলোচনা করে অনুমতি দেয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে খন্দকার গোলাম ফারুকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।

বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু জানান, সমাবেশ করার জন্য ডিএমপির পক্ষ থেকে ভেন্যু হিসেবে মিরপুর বাঙলা কলেজ মাঠের প্রস্তাব করা হয়েছে।

তবে আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠে সমাবেশ করার কথা বলেছি।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ।   

news24bd.tv/কামরুল