নরসিংদীতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২

মো. হৃদয় খান, নরসিংদী

নরসিংদীর রায়পুরার মির্জারচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে রায়পুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাদের থেকে দুটি একনলা বন্দুক ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রায়পুরা থানার মির্জারচর বিরামপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে রমজান (২৮) ও মির্জারচর ব্যাপারী বাডরি আবু সিদ্দিকের ছেলে রাসেল ওরফে এবাদুল্লাহ (৩৫)।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরেই ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে হত্যা করা হয়েছে। গ্রেপ্তাররা হত্যায় সরাসরি জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ হত্যা মামলায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর