হোয়াইটওয়াশের মিশনে কাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

হোয়াইটওয়াশের মিশনে কাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতোমধ্যেই ভাগিয়ে নিয়েছে বাংলাদেশ। এখন অপেক্ষা শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করে ভারতের বিপক্ষে ইতিহাস গড়া। ভারতের বিপক্ষে প্রথম হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই কাল মাঠে নামবে লিটন দাশের দল। শনিবার দুপুর ১২টায় মাঠে গড়াবে ম্যাচটি।

প্রথম দুই ম্যাচে মিরাজ নৈপুণ্যে মিরপুরে রচিত হয়েছে টাইগারদের বীরত্বগাথা। এখন অপেক্ষা চট্টগ্রামে শেষটা রাঙিয়ে রাখা। তবে সেক্ষেত্রে কেবল মিরাজের উপর নির্ভর করলে হবে না পারফর্ম করতে হবে দল হয়ে। তবেই মিলবে সেরা সাফল্য।

রচিত হবে ইতিহাস। টাইগাররা প্রথমবারের মতো জিতবে ৩-০ ব্যবধানে। শুক্রবার দলের হয়ে সংবাদ সম্মেলন সেই আভাস দিলেন টাইগারদের ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমোড। জানিয়েছেন হোয়াইটওয়াশটাই এখন দলের লক্ষ্য।  

তিনি বলেন, ‘বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। না জিতলেও আমাদের যেন সহজে না হারানো যায়, সেটাই  চেষ্টা থাকবে। আমরা নিউজিল্যান্ডে কিছু ম্যাচে জয়ের কাছাকাছি গিয়ে হেরেছি। পাকিস্তানের বিপক্ষেও বিশ্বকাপে জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম। সেমিফাইনাল খেলার সম্ভাবনাও ছিল বাংলাদেশের। ’

এর আগেও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে এবার লক্ষ্যটা আরও বড়। ম্যাকডরমোডও জানিয়েছেন এমনটাই। তিনি আরও বলেন, সিরিজের শেষ ম্যাচেও জয়ের জন্য ক্ষুধার্ত ক্রিকেটাররা। আমরা প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলেছি। বাংলাদেশ সহজে হার মানে না। এর মানে আমরা প্রায়ই চাপের মুখে খেলছি। জয়-পরাজয় যাই হোক না কেন, আমরা সে ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারছি। আমি জানি, দ্বিতীয় ম্যাচ জয়ের পর ছেলেরা আরও একটি জয়ের অপেক্ষায় আছে। ’

news24bd.tv/আমিরুল