ইন্দোনেশিয়ায় খনি বিস্ফোরণে নিহত ১০

ইন্দোনেশিয়ায় খনি বিস্ফোরণে নিহত ১০

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে ধসে পড়ায় দশ জন শ্রমিক নিহত হয়েছে। একটি উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, খনি শ্রমিকরা পশ্চিম সুমাত্রা প্রদেশের একটি কয়লা খনিতে ছিল যখন বিস্ফোরণে আনুমানিক ১৪ জন লোক চাপা পড়ে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র অকটাভিয়ানতো বলেছেন, খনিটি 'মিথেন থেকে সৃষ্ট বিস্ফোরণের কারণে ধসে পড়েছে। ' এ ঘটনায় ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং চারজন বেঁচে গেছে বলে জানান তিনি।

খনিটি বৈধভাবে কার্যক্রম চালাচ্ছিল বলে জানা গেছে। তবে খনিজ-সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জের দেশজুড়ে খনির দুর্ঘটনা খুবই সাধারণ। বিশেষ করে লাইসেন্সবিহীন পরিত্যক্ত স্থানে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করেই কাজ করার ফলে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

চলতি বছরের সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনিতে ভূমিধসে অন্তত সাতজন মারা গিয়েছিল।

এ ছাড়াও এপ্রিলে উত্তর সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ১২ জন খনি শ্রমিক ভূমিধসে নিহত হয়েছিল।

এই রকম আরও টপিক