মেসি ম্যাজিকে নেদারল্যান্ডসের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা 

সংগৃহীত ছবি

মেসি ম্যাজিকে নেদারল্যান্ডসের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা 

অনলাইন ডেস্ক

ম্যাচের ৩৪ মিনিট। মাঝ মাঠ থেকে বল কাটিয়ে ডি বক্সে মলিনার উদ্দেশ্যে বাড়ান মেসি। বাস এতটুকুই। দারুণ ফিনিশিংয়ে সেটি জালে জড়ান মলিনা।

ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা। এদিন শুরু থেকেই গোলের উদ্দেশ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে আক্রমণে গিয়েছে আর্জেন্টিনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১-০ তে এগিয়ে আর্জেন্টিনা।

এদিন ডাচদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণে গিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের ১০ মিনিটে গোলের উদ্দেশ্যে মার্কোস অ্যাকুনাকে বল বাড়িয়ে দেন লিওনেল মেসি। তবে সুযোগ লুফে নিতে পারেননি অ্যাকুনা।  

ম্যাচের ২১ মিনিটে ডি বক্সের বাইরে থেকেই শট নেন মেসি। তবে গোল পোস্টে ছিল না সেই শট। ২৩ মিনিটে আর্জেন্টিনা লক্ষণের ভিত নাড়িয়ে দিয়েছিলেন মেমফিস ডিপাই। তবে শেষ পর্যন্ত তার  বাড়ানো বলটিকে লক্ষ্যে রাখতে পারেনি ডাচরা।

গোল না পাওয়ায় ফুটবলারদের উপর কিছুটা চড়াও হন স্কালোনি। চোখ এড়ায়নি রেফারির।  ম্যাচের ৩০ মিনিটে হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।  

৩২ মিনিটে আক্রমণে গিয়েছিল আর্জেন্টিনা। তবে গোল করতে পারেননি আর্জেন্টিনা। ডি পল হতাশ করেন। ৩৪ মিনিটে মাঝ মাঠ থেকে বল কাটিয়ে নিয়ে মলিনার উদ্দেশ্যে বাড়িয়ে দেন মেসি। দারুণ শটে বল জালে জড়ান মলিনা। ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসি ম্যাজিক দেখে ফুটবল বিশ্ব।

 

news24bd.tv/আমিরুল