বাতিস্তুতাকেও ছাড়িয়ে শীর্ষে মেসি

সংগৃহীত ছবি

বাতিস্তুতাকেও ছাড়িয়ে শীর্ষে মেসি

নিজস্ব প্রতিবেদক

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল করা ম্যারাডোনাকে স্পর্শ করেন মেসি। আর নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল করে ম্যারাডোনাকে ছাড়িয়ে যান। আর গতরাতে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২ গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১০ গোলের রেকর্ডও ছাড়িয়ে গেলেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১১ গোলের রেকর্ড এখন মেসির।

 এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি করেছেন ৫টি গোল।
 
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে এর আগে সর্বোচ্চ ১০ গোল ছিল বাতিস্তুতার। এতদিন তিনিই রাজত্ব করেছিলেন এই স্ট্রাইকার। তার রেকর্ড এবার টপকে নিজের করে নিলেন ।
 

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির। পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে ভেঙেছিলেন ম্যারাডোনার ২১ ম্যাচ খেলার রেকর্ড। আর দুটি ম্যাচ খেলতে পারলে বিশ্বরেকর্ড গড়বেন মেসি। সে জন্য মেসিকে খেলতে হবে কাতার বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত।

বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউসের (৫ বিশ্বকাপ)। ২৪ ম্যাচ খেলে তালিকায় দ্বিতীয় স্থানে জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা।

news24bd.tv/ইস্রাফিল