নেইমারদের বিদায়ে হৃদয় ভেঙেছে বাংলার ব্রাজিলপ্রেমীদের
নেইমারদের বিদায়ে হৃদয় ভেঙেছে বাংলার ব্রাজিলপ্রেমীদের

নেইমারদের বিদায়ে হৃদয় ভেঙেছে বাংলার ব্রাজিলপ্রেমীদের

শুভ দেবনাথ

সেমিফাইনালে যাওয়ার মিশন দেখতে রাজধানীর পাড়ায় পাড়ায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে ব্রাজিল সমর্থকরা। তবে ম্যাচ শেষে ফিরতে হয়েছে হতাশ হয়ে। নেইমারদের মিশন হেক্সা ভেস্তে যাওয়ায় হৃদয় ভাঙে বাংলার ব্রাজিলপ্রেমীদের।  

ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ দেখতে রাজধানীর পাড়ায় পাড়ায় ছিল ফুটবলপ্রেমীদের আয়োজন।

বড় পর্দায় খেলা দেখা, খেলা দেখার পর ছিল খাবার আয়োজন। তবে কোটি ভক্তকে কাঁদিয়ে কাতার বিশ্বকাপে সেলেসাওদের হেক্সা মিশন থামলো কোয়ার্টার ফাইনালে।  

টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি যখন ক্রোয়েশিয়ার, ভেঙে পড়েন বাংলার ব্রাজিল সমর্থকরা। প্রিয় দলের বিশ্বকাপ থেকে বিদায়ে হতাশ তারা।

ব্রাজিলের বিদায়ে বিষাদের ছোঁয়া লেগেছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকদেরও। ফুটবলপ্রেমীরা বলছেন, ব্রাজিলের ছিটকে পড়ায় বাঙালির বিশ্বকাপ উত্তেজনা ম্লান হলো অনেকাংশেই।

ক্রোয়েশিয়ার শেষটা হয়েছে চোখ জোড়ানো। আর এ ম্যাচেও জয়ের নায়ক ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচ। পুরো ম্যাচেই সেলেসাও ফরোয়ার্ডদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। পেনাল্টি শুটআউটে রড্রিগো আর মারকুইনোসের শট ঠেকিয়ে বুঝিয়ে দিলেন লম্বা রেসের ঘোড়া তিনি। টানা দুই ম্যাচে পেনাল্টি ঠেকিয়ে রিতিমত তারকা বনে গেলেন লিভাকোভিচ। আর কোটি ভক্তকে কাঁদিয়ে, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পেলের উত্তরসূরিরা। অন্যদিকে, আনন্দের জোয়ারে ভাসলো ক্রোয়েশিয়া ব্রিগেড।

হেক্সা মিশনে আরও চার বছরের অপেক্ষা বাড়লও তিতের দলের। আর টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের কাছাকাছি পৌঁছে গেলো লুকা মদ্রিচরা।  

news24bd.tv/আজিজ