রাজধানীতে নিরাপত্তা জোরদার, চলছে তল্লাশি

সংগৃহীত ছবি

রাজধানীতে নিরাপত্তা জোরদার, চলছে তল্লাশি

অনলাইন ডেস্ক

রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে হচ্ছে বিএনপির গণসমাবেশ। সমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাসি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।   

রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় দেখে যায়, চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে পুলিশ।

সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি ও চেক করা হচ্ছে। বিভিন্ন স্পটে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশ জানিয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে।  

এছাড়া আওয়ামী লীগের নেতারাও বিভিন্ন পয়েন্টে মিছিল করেন।

তারা জানান, জনজীবনের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এর জন্য তারা রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাঁধা দেবেন না তারা।  

শনিবার ছুটির দিন হলেও অন্যান্য দিনের তুলনায় রাজধানীর রাস্তায় গাড়ি চলাচল কম লক্ষ করা গেছে।  গণপরিবহন ঢাকা থেকে বের হতে দেখা গেলেও ঢাকায় প্রবেশ করতে দেখা যাচ্ছে না। ফলে কর্মজীবী মানুষকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।  

এদিকে উত্তরা-আব্দুল্লাহপুর এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে অবস্থান করছেন। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সেখানে অবস্থান করছেন তারা।  

আরও পড়ুন...

রাজধানীতে গণপরিবহন কম, ভোগান্তিতে মানুষ