রসিক নির্বাচন: চলছে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা

সংগৃহীত ছবি

রসিক নির্বাচন: চলছে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা

রেজাউল করিম মানিক

ভোটের হাওয়ায় সরগরম রংপুর সিটি। প্রার্থীরা পেয়ে গেছেন প্রতীক। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা। চলছে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা।

 

ঘোষিত ইশতেহারে আধুনিক ও ক্লিন সিটি গড়ার প্রতিশ্রুতি মিলেছে তাদের কণ্ঠে। সচেতন মহল বলছে, অনেক সময় ইশতেহার ভরা থাকে গালভরা বুলিতে। ভোট শেষে যার বাস্তবায়ন দেখা যায় কমই। প্রচার-প্রচারণায় আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে ইসি।

 

প্রতীক বরাদ্দের পর পরই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী। আধুনিক নগরী গড়ে তুলতে চান তারা। নাগরিকদের শতভাগ সেবা নিশ্চিতে কাজ করতে চান নিরলসভাবে। বিশ্লেষকরা বলছেন, ইশতেহার প্রতিশ্রুতি ফুলছড়িতে সাজানো থাকলেও, প্রাপ্তি ও প্রত্যাশার মেলবন্ধন হয় খুব কমই।

এরপরও প্রত্যাশা, সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি পড়বেন বিজয়ের মালা, নাগরিক সমস্যা সমাধানে  জনগণের সেবক হয়ে কাজ করবেন তিনি। নির্বাচনে আচরণবিধি মেনে না চললে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসি।

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করেন। ভোটার রয়েছে চার লাখেরও বেশি। আগামী ২৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো ভোট হবে উত্তরের এই সিটিতে।

news24bd.tv/আজিজ